শিরোনাম

10/recent/ticker-posts

প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে ১ লাখ টাকা অনুদান দিলেন ঈশ্বরদীর ৭১'র মুক্তিযোদ্ধারা


এস এম রাজা।। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমিত হবার  কারণে দেশে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে পাবনার ঈশ্বরদী উপজেলার ৭১’র মুক্তিযোদ্ধারা নগদ ১ লাখ টাকা প্রদান করেছেন।
গত সোমবার দুপুরে পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ’র মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের জন্য নগদ ১ লাখ টাকা হস্তান্তর করেন পাবনার ৭১’র বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে  এ্যাড: সাইফুল আলম বাবলু ও ঈশ্বরদী উপজেলার ৭১’র বীরমুক্তিযোদ্ধা মো. আবুল বাশার বাদশা।
এ সময় উপস্থিত ছিলেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজুলর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ নেওয়াজ, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, মুক্তিযোদ্ধা আলী জব্বার, জামাল উদ্দিন, বদিউজ্জামান, আইয়ুব হোসেন, শাজাহান, সাইদুল আলম, আব্দুর রহিম, জিয়া উদ্দিন ঠান্টু, আকব্বর আলী, আবুল কালাম, ওমর আলী, আব্দুস সামাদ মন্টু, ইদ্রিস আলী ও আনছার আলীসহ ঈশ্বরদী উপজেলার বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধাবৃন্দ।
পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ করোনাকালে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন কারী মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে আর্থিক সহায়তা প্রদান  করায় ৭১'র বীরমুক্তিযোদ্ধাদের ধন্যবাদ  জ্ঞাপন করেন। এব্যাপারে বীরমুক্তি যোদ্ধা বাদশার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ১৯৭১সালে জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে জীবন বাজী রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। দেশ আমাদের অনেক কিছু দিয়েছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সর্বোচ্চ মূল্যায়ন করেছেন। তাই বিবেকের তাড়নায় করোনা যুদ্ধে সামিল হয়ে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছি। সিমীত সামর্থ থেকে যতটুকু করতে পেরেছি তাতেই ঈশ্বরদীর ৭১'র মুক্তিযোদ্বারা আনন্দিত।

Post a Comment

0 Comments

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ