ঈশ্বরদী থানায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেন ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান স্বপন। |
স্টাফ রিপোর্টার ॥ পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশিত ও ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান স্বপন বৃহস্পতিবার ঈশ্বরদী থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সেখ মোঃ নাসির উদ্দিনের কাছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন। করোনা দূর্যোগ শুরু থেকে তিনি নীরবেনিভৃতে অসহায় মানুষদের খাদ্য সামগ্রী সহায়তা দিয়ে আসছেন। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণকালে মিজানুর রহমান স্বপন সবাইকে স্বাস্থ্য বিধি ও সরকারী নির্দেশনা সতর্কতার সাথে মেনে চলার আহবান জানিয়ে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নিদের্শনা অনুযায়ী করোনা প্রতিরোধে পুলিশ অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করছে।
0 Comments