শিরোনাম

10/recent/ticker-posts

ফি নির্ধারণে কমেছে করোনা পরীক্ষার আগ্রহ


অনলাইন ডেস্ক ।। করোনা পরীক্ষার ফি নির্ধারণ করায় সাধারণ মানুষের মধ্যে নমুনা দেয়ার প্রবণতা কমে গেছে বলে মনে করছেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সব শ্রেণিপেশার মানুষের কথা মাথায় রেখে, দ্রুততম সময়ে পরীক্ষার ফলাফল জানানোরও তাগিদ দেন তারা।
দেশে করোনার প্রকোপ বাড়ার সাথে সাথে বাড়ানো হয় এর পরীক্ষা বুথের সংখ্যা। সেখানে সবারই বিনামূল্যে করোনা পরীক্ষা করানোর সুযোগ ছিল। তবে সম্প্রতি, হঠাৎ করেই সরকার এ পরীক্ষায় ফি ধার্য্য করায় কমে গেছে নমুনা দেয়ার সংখ্যা। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, করোনার এই সংকটে দেশের মানুষ নানাভাবে অর্থ সংকটে দিন কাটাচ্ছে। এ অবস্থায় ফি দিয়ে নমুনা দিতে অনেকেই আগ্রহ হারাচ্ছেন।
এদিকে, সোমবার এক ভিডিও বার্তায় করোনা পরীক্ষার ফি বাতিল করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ ছাড়া, সাধারণ মানুষের আস্থাহীনতার কারণে করোনার চিকিৎসায় বসুন্ধরা, ইমপালস্, আনোয়ার খান মডার্ন এবং হলি ফ্যামেলি হাসপাতালসহ বেশ কিছু বেসরকারি হাসপাতাল রোগী সংকটে ভূগছে বলেও মনে করেন অনেকে।

Post a Comment

0 Comments

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ